Dutch Bangla Bank শিক্ষাবৃত্তি ২০২৪ সার্কুলার [Apply Now]

Dutch Bangla Bank শিক্ষাবৃ🃏ত্তি ২০২৪ সার্কুলার (এইচএসসি পর্যায়) ২৯ নভেম্বর ২০২৪ তারিখ বাংলাদেশ প্রতিদিন পত্রিকা প্রকাশিত হয়। ২০২৪ সালের SSC সমমান পাস ছাত্র-ছাত্রী /HSC সমমান পর্যায়ে লেখাপড়ার খরচ চালানোর জন্য Dutch Bangla Bank শিক্ষাবৃত্তি ২০২৩ এই শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন।

Dutch Bangla Ban♌k শিক্ষাবৃত্তি ২০২৪ আব🌟েদন করা যাবে ৩০ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে এই লিংকের মাধ্যমে: //app.dutchbanglabank.com/DBBLScholarship/

ডাচ বাংলা বৃত্তির টাকার পরিমান

ডাচ-বাংলার বৃত্তি প্রাপ্তরা হচ্ছে HSC/সমমানে পড়াশোনা চলাকালীন দুই বছর Dutch Bangla Bank শিক্ষাবৃত্তি ২০২৪ শিক্ষার্থীরা পাবেন। ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তি শিক্ষার্থীদের দেবে প্র🥂তিমাসে ২,৫০০ টাকা। আরো পোশাক-পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা করে।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার HSC
ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ সার্কুলার HSC

এই বৃඣত্তির টাকা ও উপকরণ ২ বছর শিক্ষার্থীদের মাঝে দেওয়া হবে।

Dutch Bangla Bank Scholarship 2024

বৃত্তির নাম: ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি

শিক্ষার স্তর: এইচএসসি বা সমমানে অধ্যায়নের জন্য

ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমানে জিপিএ-৫ ( চতুর্থ বিষয় ছাড়া) গ্রামীণ শ🍸িক্ষার্থীদের জন্য জিপিএ-৪.৮৩

বৃত্তির মেয়াদ: ২ বছর

মাসিক বৃত্তি: ২৫০০ টাকা

বাৎসরিক উপকরণ: ২৫০০+১০০০

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ hsc

ডাচ বাংলা ব্যাংক বৃত্তি

ডাচ বাংলা ব্যাংক ১৯৯৭ সালে থেকে অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রতিবছর ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। ডাচ বাংলা ব্যাংক মূলত সি এস আর কার্যক্রমের মাধ্যমে 🌸প্রতি বছর ১০২ কোটি টাকার উপরে মেধাবী শিক্ষার্থীদের কে উপবৃত্তি প্রদান করে।

এ পর্যায়ে দেখা গেছে ৬০ হাজার ছাত্র-ছাত্রী উপবৃত্তির আওতায় এসেছে এবং চলতি হিসেবে আরোও ১৫ হাজার ছাত্র-ছাত্র🌳ী চলমান কর্মসূচির আওতায় আছে।

ডাচ বাংলা ব্যাংক বৃত্তির আবেদনের যোগ্যতা

Dutch Bangla Bank গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি ও উ🐻পবৃত্তি দিয়ে থাকে। বাংলাদেশের সকল প্রান্তরে সকল শিক্ষার্থী এই উপবৃত্তির আওতায় আছে। ডাচ বাংলা ব্যাংক উপবৃত্তি শহর এবং গ্রামের ছাত্র-ছাত্রীদের জন্য যোগ্যতা ভিন্ন ভিন্ন যেমন,

  1. সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য: এসএসসি/সমানে ন্যূনতম জিপিএ থাকতে হবে ৫.০০ ( চতুর্থ বিষয় ব্যতীত, সকল গ্রুপের জন্য)
  2. জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম জিপিএ থাকতে হবে ৫.০০ ( চতুর্থ বিষয় ব্যতীত, সকল গ্রুপের জন্য)
  3. গ্রামীণ অঞ্চলের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নূন্যতম জিপিএ থাকতে হবে ৪.৮৩

ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদন প্রক্রিয়া

Dutch Bangla Bank শিক্ষাবৃত্তি ২০২৪ আবেদন শুধুমাত্র অনলাইনে করা হয়। তাই সরাসরি এই আবেদন জমা নেওয়া হয় না। সে ক্ষেত্রে আপনাকে ডাচ-বাংলা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্কলার্শিপ স🌺াইটে যেতে হবে।

এবং সেখানে প্রদত্ত নির্দেশনা অনুয𝓰ায়ী ফরমটি পূরণ করে সাবমিট দিতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ডাচ-বাংলা অফিস ওয়েবসাইট লিংক এখানে দিলাম আপনারা এখান থেকে খুব সহজে ডাচ-বাংলা শিক্ষাবৃত্তির আবেদন করতে পারবেন।

ডাচ-বাংলা শিক্ষাবৃত্তির আবেদন লিংক:

ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদনের তারিখ

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাব𝓡ৃত্তির আবেদনের তারিখ: ৩০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৫♍ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।

ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির অন্যান্য শর্তসমূহ

  1. ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি পেতে হলে সরকারি বৃত্তি ব্যতীত ছাত্র-ছাত্রী অন্য কোন সংস্থার বৃত্তি গ্রহণ করতে পারবে।
  2. মোট প্রায় ৯০% গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য বরাদ্দ এবং ছাত্র-ছাত্রীদের ৫০ শতাংশ মহিলাদের জন্য বরাদ্দ।
  3. ডাচ বাংলা ব্যাংক এসএসসি বৃত্তির প্রার্থীকে অবশ্যই একাদশ শ্রেণির অধ্যায়নের বিভাগীয় প্রদানের সুপারিশ থাকতে হবে।

ডাচ বাংলা বৃত্তি  আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

  • পাসপোর্ট সাইজের ছবি ( স্ক্যান কপি )।
  • পিতা ও মাতার পাসপোর্ট সাইজের ছবি ( স্ক্যান কপি )।
  • এসএসসির নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি।

ডাচ বাংলা বৃত্তির আবেদনের নিয়ম আবেদন ফরম

কম্পিউটার বা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যেকোন ব্রাউজারে গিয়ে টাইপ করুন //app.dutchbanglabank.com/DBBLScholars𒊎hip/ এই লিংকে ভিজিট করতে হবে। তারপর যথাযথ ভাবে অনলাইনে ডাচ বাংলা বৃত্তির আবেদন ফর্ম পূরণ করে এবং অনলাইনে ফর্ম এর যথাযথ স্থানে পাসপোর্ট সাইজের ছবি (স্ক্যান কপি), পিতা ও মাতার পাসপোর্ট সাইজের ছবি (স্ক্যান কপি), এসএসসির নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি এটাচ যুক্ত করার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৪ সার্কুলার HSC 

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২🌱৪ সার্কুলার HSC পর্যায়

Dutch Bangla Bank শিক্ষাবৃত্তি ২০২৩ প্রাথমিক ফলাফল

  • ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৯ ডিসেম্বর ২০২৪
  • প্রাথমিকভাবে শিক্ষার্থী বাছাইকৃত প্রার্থীদেরকে Dutch Bangla Bank এর উপরোক্ত ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter’ এবং ‘প্রদত্ত নির্দেশিকার’ প্রিন্ট কপিসহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য Dutch Bangla Bank এর যেকোন শাখা/মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: ০১ জানুয়ারি ২০২৩ থেকে ১৯ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।

Dutch Bangla Bank শিক্ষাবৃত্তি ২০২৪ চূড়ান্ত ফলাফল

চূড়ান্ত ফলাফল প্রকাশ: পরবর্তীতে পত্রিকা এবং ওয়েবসাইটে🍒র মাধ্যꦜমে জানানো হবে।

সরাসরি/ডাকযোগে/কুরিয়ারযোগে কোন ꦰআবেদন গ্রহ♊ণযোগ্য না।

আপনার যদি কোন কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের কমেন্ট করে জানাবেন, আর আমাদের ওয়েবসাইট jeetbuzz78.com নিয়মিত ভিজিট করুন।

1 thought on “Dutch Bangla Bank শিক্ষাবৃত্তি ২০২৪ সার্কুলার [Apply Now]”

Leave a Comment