Google Pixel 7&7 Pro Launched ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন।

গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো ফোন এখন ♈বর্তমান বাজারে এই দুই ফোন গুগল পিক্সেল ৭ সিরিজে লঞ্চ হতে চলেছে। যা দর্শকের অনেক মন কেড়ে নিয়েছে এই দুটি স্মার্টফোন।

অনেকেই এই দুটি ফোন গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো দাম নিয়ে অনেক আগ্রহ দেখা যাচ্ছে, গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্রো ফোন কিনার আগে আপনাক🐻ে জানতে হবে ফোনের সকল ফিচা꧅র ও স্পেসিফিকেশন সম্পর্কে,

চলুন তাহলে জেনে নেওয়া যাক, গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭ প্🥃রো ফোন এর ফিচার ও স্পেসিফিকেশন,,

Google Pixel 7 Series ফিচার ও স্পেসিফিকেশন

Google Pixel 7 সিরিজের (গুগল পিক্সল ৭ সিরিজ) ফোন ৬ অক্টোবর বাজারে লঞ্চ হতে চলেছে। Google Pixel 7 (গুগল পিক্সেল ৭) এবং Google Pixel 7 Pro (গুগল পিক্সলে ৭ প্রো) এখন বর্তমান বাজারে এই দুইটি স্মার্টফোন ফোন লঞ্চ হতে চলেছে ‘Made By Google’ ইভেন্টে।

Google Pixel 7&7 Pro স্মার্টফোন ছাড়াও এর সাথে আরও লঞ্চ হতে পারে গꩲুগল পিক্সেল ওয়াচ।

Google Pixel 7&7 Pro Launched ফিচার ও স্পেসিফিকেশন
Google Pixel 7&7 Pro Launched ফিচার ও স্পেসিফিকেশন

চলতি বছর শুরুর দিকে গুগোল I/O ইভেন্টে লঞ্চ হয়েছে Google Pixel 6 সিরিজের দু’টি স্মার্ট ফোন Google Pixel 6 এবং Google Pixel 6 pr0, এই দুই ফোনের সাকসেসর হিসেবেই এই চলতি বছরেই গুগল লঞ্চে করতে চলেছে Google Pixel 7 ও Google Pixel 7 Pro ফোন।

Google Pixel 7 | গুগল পিক্সেল ৭ ফিচার ও স্পেসিফিকেশন

Google Pixel 7 এই ফোনে থাকছে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। এছাড়াও Google Pixel 7 এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজ ।

Tensor G2 chipset, next-gen Titan security chip এই দুই চিপসেটও থাকতে পারে Google Pixel 7 ফোনে। এছাড়াও Google Pixel 7 ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যℱামেরা সেটআপ, Google Pixel 7 এর মেন সেনসর ৫০ মেগাপিক্ꦏসেল এবং ১১ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ।

Google Pixel 7 এই ফোনে ৪৭০০ এম এ এইচ ব্যাটারি এবং Google Pixel 7 ফোনের চার্জিং ৩০ ওয়াটের সাপোর্ট থাকতে পারে। Google P🌳ixel 7 এই তিন রঙে লঞ্চ হতে পারে যেমন, Obsidian (black), Snow (white), Lemongrass (green)।

Google Pixel 7 Pro | গুগল পিক্সেল ৭ প্রো ফিচার ও স্পেসিফিকেশন

Google Pixel 7 Pro এই ফোনের ডিসপ্লে থাকবে ৬.৭ ইঞ্চির QHD+ LTPO OLED যার রিফ্রেশ রেট 120 হার্টজ হতে পারে। Google Pixel 7 Pro এই ফোনে ১২ জিবি র‍্যাম এবং ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজ থাকবে।

Tensor G2 chipset, এই চিপসেটও থাকতে পারে Google Pixel 𝕴7 Pro ফোনে। এছাড়াও Google Pixel 7 Pro এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ র﷽য়েছে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর,

এবং Google Pixel 7 Pro ফোনে ১১ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। Google Pixel 7 Pro এই ফোনে ব্যাটারি থাকবে ৫০০০ এমএএইচ এবং ৩০ ওয়াটের চার্জিং ফিচার 💯থাকতে পারে।

Google Pixel 7 Pro ফোন তিনটি রঙ্গে লঞ্চ হতে পারে, Obsidian (black), Snoဣw (white), Hazel (bottle green)।

আরো দেখুন..

Leave a Comment