oppo F19 দাম কত? কেমন ফোন [বিস্তারিত]

জনপ্রিয় টেক ব্র্যান্ড ওপো তাদের এফ সিরিজের নতুন স্মার্টফোন ‘ওপো এফ নাইনটিন’ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রোমের ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।

ফোনটি দেখে সবারই মন কেড়ে নেবে, oppo f19 বাংলাদেশের অনেক জনপ্রিয় লাভ করে আসছে। স্মার্টফোনটি দেখ♔তে অনেক সুন্দর ও আকর্ষণীয়।

ফোনের প্রসেসর, ব্যাটারি, চার্জার, ডিসপ্লে, ক্যামেরা ইত্যাদি সকল কিছু নিয়ে নিচে বিস্তারিত দেয়া হল:

প্রসেসর

সকল ফিচারের সুন্দরভাবে চালাতে একটি শক্তিশালী প্রসেসর অপরিহার্য। দারুণ পারফরম্যান্স নিশ্চিত করতে স্মার্টফোনটিতে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম এসএম ৬১১৫ ® স্ন্যাপড্রাগন ৬৬২™ অক্টাকোর প্রসেসর, যা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কর্মক্ষমতা প্রদান করবে।

অপারেটিং সিস্টেম

ওপো এফ নাইনটিন স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্র♐য🐷়েড ইলিভেন, কালারওএস ইলিভেন পয়েন্ট ওয়ান।

ডিসপ্লে

ওপো এফ ১৯ ফোনে আছে ৬.৪৩ ইঞ্চির আমোলেড ডিসপ্লে রয়েছে। যার স্ক্রীন বডি রেশিও ৮৪.৪ শত🦹াংশ ও ৪০৯ পি পি আই ডেনসিটি এবং ডিসপ্লে রেজুলেশন ১০৮০X২৪০০ পিক্সেলস।

ক্যামেরা

ফোনটিতে ট্রিপল ক্যামেরা রয়েছে। এতে একটি ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেলের ম্যꦦাক্রো ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ, প্যানোরামাসহ বিভিন্ন ফিচার রয়েছে।

ফোনে ১৬ মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরাটিতে প্যানোরামাসহ বেশ কিছু ফিচার রয়েছে। এছাড়া স্মার্টফোনে সর্বোচ্চ ১০৮০পি রেজুলেশনের ভিডিও ধ💛ারণ ক্ষমতা রয়েছে।

স্টোরেজ

ফোনটিতে ৬ গিগাবাইট র‍্যাম অপ্টিমাইজেশন দিবে চমৎকার স্মুথ ও দীর্ঘ বিনোদন বা গেমিং সেশন এবং ১২৮ গিগাবাইটের স্টোরেজে জায়গা ফুরিয়ে যাওয়া নিয়েও ভাবতে হবে না।

ব্যাটারি

‘ওপ🐼ো এফ নাইনটিন’ ফোনে লি-পো ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যাতে ৩৩ ওয়াটের ফাস্ট চ🍸ার্জিং সুবিধা রয়েছে।

অন্যান্য

ওপো এফ নাইনটিন ফোনের আকার ৬.৩১ x ২.৯১ x ০.৩১ ইঞ্চি। স্মার্টফোনটি প্রিজম ব্ল্যাক, মিডনাইট ব্লু এই দুই রঙে পাওয়া যাচ্𝓀ছে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট (আন্ডার ডিসপ্লে, অপটিক্যাল), অ্যাক্সিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস সুবিধা রয়েছে।

ওপো এফ নাইনটিন (Oppo F19) ফোনের দাম ও স্পেসিফিকেশন জেনে নিনঃ

ব্যান্ড ওপো
সিরিজ এফ
মডেল ওপো এফ নাইনটিন
ডিসপ্লের ধরণ আমোলেড ডিসপ্লে
ডিসপ্লের সাইজ ৬.৪৩ ইঞ্চি
পিছনের ক্যামেরা তিনটি ক্যামেরা; একটি ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা+একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা+একটি ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা
সামনের ক্যামেরা একটি ক্যামেরা; একটি ১৬ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা
প্রসেসর কোয়ালকম এসএম ৬১১৫ স্ন্যাপড্রাগন ৬৬২ (১১ এনএম) চিপসেট, অক্টা-কোর (৪x২.০ গিগাহার্জ ক্রিয়ো ২৬৯ গোল্ড এবং ৪x১.৮ গিগাহার্টজ ক্রিয়ো ২৬০ সিলভার) সিপিইউ, অ্যাড্রেনো ৬১০ জিপিইউ
র‌্যাম ৬ গিগাবাইট
ইন্টারনাল স্টোরেজ (রোম) ১২৮ গিগাবাইট
ব্যাটারি লি-পো ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার
কালার প্রিজম ব্ল্যাক, মিডনাইট ব্লু
আকার ৬.৩১ x ২.৯১ x ০.৩১ ইঞ্চি
ওজন ১৭৫ গ্রাম
বডি মেটাল
  • ফ্রন্টঃ –
  • ফ্রেমঃ –
  • ব্যাকঃ –
ভেরিয়েন্ট এক ; ৬ জিবি + ১২৮ জিবি
মূল্য যখন কিনবেন তখন অনলাইনে চেক দিয়ে কিনবেন, কারণ দাম ওঠানামা করে

 

Leave a Comment