Banglalink কোম্পানি তাদের গ্রা𝓰হকদের সুবিধার জন্য নিয়ে এলো কুইজ খেলে হেলিকপ্টার চড়ে পদ্মা সেতুর অ্যারিয়াল ভিউ দেখা দুর্দান্ত সুযোগ। এই সুযোগ বাংলাদেশের সকল নাগরিকের জন্য। কিছু কিছু নাগরিকের জন্য নিষি𝓡দ্ধ করা আছে তা নিচে দেওয়া আছে।
MyBL অ্যাপের মাধ্যমে কুইজ খেলে বাছাইকৃত দ্রুত তম উত্তরদাতাগণ পেয়ে যাবেন, হেলিকপ্টারে চড়ে পদ্মা সেতু দেখার সুযোগ। কিভাবে কুইজ খেলে বা খেলবেন তা আমি আপনাদের নিচে stꦑep-by-step দেখিয়ে দেব।
আপনাদের যাদের বাংলালিংক সিম আছে এবং সেই সিম আপনার স্মার্টফোনে ভরে গুগল প্লে স্টোরে গিয়ে MyBL ডাউনলোড করে এই অ্যাপ এর মাধ্যমে কুইজ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন ও💟 অংশগ্রহণ করা যাবে।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম
- প্রথমে, আপনার মোবাইলে ডাউনলোড করুন।
- এরপর আপনি MyBL অ্যাপে রেজিস্ট্রেশন করুন।
- রেজিস্ট্রেশনের পর পপ কুইজে অংশগ্রহণের বিষয়টি পপ-আপ থেকে “হ্যাঁ” নির্বাচন করে সম্মত হতে হবে।
- এবার কুইজের রেজিস্ট্রেশন পেজ দেখতে পাবেন। যেখানে নাম, লিঙ্গ, ও মোবাইল নাম্বারসহ ব্যক্তিগত তথ্য সরবরাহ করুন এবং “জমা দিন” অপশনে ট্যাপ করুন।
- এবার ফোনে একটি ওটিপি কোড পাবেন। এসএমএস এর মাধ্যমে। ওটিপি ভেরিফিকেশন হওয়ার পর প্রশ্ন/উত্তর পেজ দেখতে পাবেন।
- এবার পদ্মা সেতু সম্পর্কে ৫টি বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্ন করা হবে।
- সকল কুইজের উত্তর প্রদান করা হয়ে গেলে কুইজের উত্তর জমা দিতে “শেষ” বাটনে ট্যাপ করুন।
- “শেষ” বাটনে ট্যাপ করে কুইজের উত্তর জমা দেওয়ার পর “আপনার উত্তর জমা দেওয়া হয়েছে৷ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। বিজয়ীদের এসএমএস এর মাধ্যমে জানানো হবে” এসএমএস পাবেন।
এভাবে খুব সহজে বাংলালিংক কুইজ প্রতিযোগিতায়๊ এন্ট্রি নিয়ে কুইজ খেলে জিতে নিতে পারেন হেলিকপ্টারে চড়ে পদ্মা সেতু দেখার সুযোগ।
আপনারা যদি আরো ভালোভাবে বিস্তারিত জানতে চান। তাহলে, কুইজ প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জেনে নিতে𒉰 পারবেন।
বিজয়ী নির্বাচন হবে যেভাবে
আমরা জেনেছি যে, যারা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং অংশগ্রহণকারীর༒া যারা স🐭বচেয়ে কম সময়ে সকল কুইজের উত্তর দেবে সঠিক উত্তরদাতা ১০জন বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন।
অর্থাৎ এই কুইজ খেলে জিততে হলে অংশগ্রহণকারী তাদের কম সময়ে সঠিক প্রশ্নের উত্তর দিয়ে জিততে হবে। সবচেয়ে দ্রুত এবং কম♒ সময়ে ৫টি প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে হবে। মোট ১০জন কম সময়ে যারা কুইজ এর প্রশ্নের উত্তর দিতে পারবে উত্তরদাতা বিজয়ী হিসেবে নির্বাচিত হবে।
এ♍কাধিক কুইজ অংশগ্রহণকারীর মধ্যে যদি টাই (Tie) হয়, তাহলে সেক্ষেত্রে যে ব্যাক্তি আগে MyBL অ্যাপে রেজিস্ট্রেশন করেছে। তাকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে। সেই ব্যক্তি হেলিকপ্টারে চড়ে পদ্মা সেতু দেখার সুযোগ পাবে।
যদি এই পদ্ধতিতে বিজয়ী নির্বাচন করা না যায়, তবে যে ব্যক্তি প্রথমে, Banglalink এর গ্রাহক হিসেবে রেজিস্টা𝓡র্ড হয়েছে তিনি বিজয়ী হিসেবে নির্বাচিত হবে।
শর্তসমূহ:
Banglalink এর এই কুইজে অংশগ্রহণ করতে হলে আমাদের সবাইকে অবশ্যই Banglalink প্রদত্ত নিয়ম মেনে চলতে হবে। কুইজ খেলে জিতুন হেলিকপ্টারে চড়ে পদ্মা সেতু দেখা༒র সুযোগ এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে অংশগ্রহণকারীকে অবশ্যই Banglalink সিমের গ্রাহক হতে হবে।
এবং বাংলাদেশের ভিতরে বসবাস করতে হবে। MyBL অ্যাপ-এ কুইজ খেলু꧙ন, হেলিকপ্টারে চড়ে পদ্মা সেতু দেখুন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ক্ষেত্রে শর্তসমূহ হলোঃ
- আপনার বয়স কিন্তু ১৮ বছরের বেশি হতে হবে।
- উন্মাদ ব্যাক্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
- অংশগ্রহণকারী ও সিম এর রেজিস্ট্রেশন একই ব্যক্তির নামে হতে হবে।
- MyBL অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে।
- কোনো ধরনের অপারাধে গ্রেফতার কিংবা দোষী সাব্যস্ত হলে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
My🏅BL অ্যাপ-এ কুইজ খেলুন, হেলিকপ্টারে চড়ে পদ্মা সেতু দেখুন অংশগ্রহণকারীকে নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে ও কোনো ধরনের ফৌজদারি বা সিভিল আইনি প্রক্রিয়ায় জড়িত থাকলে হবেনা।
যেমন, বাংলালিংক ম্যানেজমেন্টের লোক, কর্মচারী, ডিরেক্টর বা কনট্রাকটর; অথবা ম্যানে♍জমেন্টের পরিবারের সদস্য, কর্মচারী; বাংলালিংক, বিপি, জেনেক্স লিমিটেডের ডিরেক্টর বা কনট্রাকটর এবং তাদের সংশ্লিষ্ট সংস্থা বা অন্যান্য সংস্থা, ফার্ম বা কোম্পানি, ডিস্ট্রিবিউটর রিটেইলার, আরএসও যারা প্রচারের সাথে যুক্ত ব্যাক্তিগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ কর🅰তে পারবে না।
MyBL অ্যাপ-এ কুইজ খেলুন, হ💝েলিকপ্টারে চড়ে পদ্মা সেতু দেখুন এর ফ্রি কুইজ প্রতিযোগিতায় অংশ নিন ২৫ জুলাই থেকে ৩১ জুলাই এর মধ্যে।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ মোবাইল এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন। তাদের ম♌োবাইলে মেসেজ আসবে তারা কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন কিনা।
MyBL অ্যাপ-এ কুইজ খেলুন, হেলিকপ্টারে চ🅺ꩵড়ে পদ্মা সেতু দেখুন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উল্লেখিত সকল নিয়ম ও শর্তাবলী মেনে চলা বাধ্যতামূলক। আরও জানতে পারবেন বাংলালিংকের ।
আপনারা যদি লেখালেখি করতে পছন্দ করেন। এবং ভাল আর্টিকেল লিখতে পারেন, তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করবেন তা জানতে এখানে ক্লিক করে বিস্তারিত দেখুন।