Smart card চেক করার জন্য এখন আর তোমাদের উপজেলা নির্বಞাচন অফিসে 𒊎যেতে হবেনা। Smart আইডি কার্ড স্ট্যাটাস চেক করার যদি তোমার উপায় জানা থাকে তাহলে, ঘরে বসেই Smart card download করা যায়।
EVM ভোটিং মেশিনের নাম আমরা ইতিমধ্যেই অনেকেই শꦏুনেছি। বাংলাদেশ নির্বাচন কমিশন ও Bangladesh National Identity Registration Wing এর যৌথ প্রচেষ্টায় EVM মেশিনে ভোটিং শুরু করার জন্য বাংলাদেশের সকল ভোটারদেরকে Smart card জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে ২০১৬ সাল থেকে Smart card আইডি প্রদান করা শুরু 🌠করে।
এই Smart card আইডি কার্ডে সিম কার্ডের ন্যায়, একটি ছোট চিপ রয়েছে, যেখানে ব্যক্তির না🍸ম, পরিচয়, এড্রেস, ছবিসহ মোট ৩২ ধরনের ডাটা সংরক্ষিত থাকে।
তুমি কি ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছ? ক♛িংবা তোমার কাছে সাধারণ জাতীয় পরিচয় পত্র আছে, কিন্তু Smart card আইডি কার্ড হয়েছে কিনা জানতে চাও, তাহলে তোমাকে অনলাইনে Smart card চেক করার নিয়ম জানতে হবে।
Smart card আইডি কিভাবে দেখবে জান♋ার পর ত💜ুমিও ঘরে বসে অনলাইনে Smart card স্ট্যাটাস ও আপডেট চেক করতে পারবে।
টপিক সূচিঃ
Smart আইডি কার্ড চেক করার নিয়ম
তুম💝ি যদি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করে থাক, তাহলে তোমার আবেদন শেষ করার সময় নিশ্চয়ই▨ একটি স্লিপ পেয়েছো, যেখানে তোমার ফর্ম নাম্বার উল্লেখ আছে।
আর যদি তুমি টেম্পারারি বা নরমাল জাতীয় পরিচয়পত্র পেয়ে থাক, তাহলে তোমার ভোটার আইডি কার্ডের নাম্বার রয়েছে। Smart card আইডি চেক কর🦋ার জন্য ফর্ম নাম্বার অথবা ভোটার আইডি কার্ড নাম্বার প্রয়োজন হবে।
Smart card চেক করতে নিচের নিয়মটি ফলো করুন:
ধাপ ১: স্মার্ট আইডি কার্ড চেক করার জন্য প্রথমে, জাতীয় নির্বাচন কমিশন🦩ের ওয়েবসাইটে ()প্রবেশ করুন।
ধাপ ২:NID পরিষেবা ওয়েবসাইটে প্র🌸বেশ করলে, উপরে⭕র ছবির মতো স্মার্ট কার্ড স্ট্যাটাস নামের একটি পেজ দেখতে পারবে।
ধাপ 🍷৩: ত🦹োমার জাতীয় পরিচয়পত্রের নাম্বার / ফর্ম নাম্বার লিখুন।
ধাপ ৪: ভোটার আইডি কার্ডে উলꦫ্লেখ𓆏 করা জন্ম তারিখ লিখুন।
ধাপ ৫: ছবিতে প্রদর্শিত কোড লিখে সাবমিট করুন।
তোমার Smart card হয়ে গেলে স্ট্যাটাস কমপ্লিট দে💟খাবে, সেইসাথে ভোটারের নিজ জেলা, উপজেলা, ভোটার এꦏড়িয়া এবং Smart card বক্স আইডি জানতে পারবে। আর যদি Smart card এখনো তৈরি না হয়, তাহলে Smart card এর কোন তথ্য পাওয়া যায়নি, এমন মেসেজ দেখতে পারবে।
মোবাইলের মাধ্যমে Smart card চেক করার নিয়ম
তোমার যদি ভোটার আইডি কার্ড না থাকে, যদি ভোটার ফর্ম নাম্বার দিয়ে Smart card চেক চেক করার জ🐼ন্য তোমার মোবাইলের মেসেজ অপশন থেকে NID লিখে স্পেস দিনꦺ, এরপর ভোটার ফর্ম নাম্বার লিখে পুনরায় স্পেস দিয়ে জন্ম তারিখ লিখে, ১০৫ নাম্বারে মেসেজ পাঠান।
NID<space>জাতীয় পরিচয়পত্র নাম্বার<space> জন্ম তারিখ | উদাহরণ: NID 67027708604830-1997 লিখে ১০৫ নামꩲ্বারে মেসেজ করুন।
ফিরতি বার্তায় তোমার জাতীয় পরিচয়পত্র সম্পন্ন হলে বক্স আইডি ও 🐈কম্পার্টমে🥂ন্ট আইডি জানিয়ে দিবে। যদি না হয়, তবে এখনো তৈরি হয়নি বলে মেসেজ পাঠাবে।
তোমার কাছে ইতিমধ্যে ১০ কিংবা ১৭ ডিজিটের ভোটার আইডি কার্ড থাকলে স্মার্ট কার্ড চেক করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC🎉<স্পেস>NID<স্পেস>ভোটার আইডি কার্🍨ড নাম্বার লিখে ১০৫ নাম্বারে সেন্ড করুন (উদাহরণ: SC NID 573697579)।
এছাড়া নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে🍃 গিয়েও Smart card হয়েছে কি না, জানতে পারবে।
Smart card Download করার উপায়
Smart card হয়ে গেলে হাতে পাওয়ার আগেই Download করে নেওয়া যায়। তবে Smart card Do❀wnload করে প্রিন্ট করলেও তোমার মাইক্রো চিপ থাকবেনা, যা Smart জাতীয় পরিচয়পত্রের প্রধান বৈশিষ্ট্য।
Download করা এই ফাইলটি Smart card স্ক্যান করে যা কাজ হতো, এতটুকুই হবে। যেসব কাজে ভোটার আইডি কার্ডে✅র ফটোকপি দিলেই চলে সেসব কাজ🍬 নিশ্চিন্তে করতে পারবে।
অনলাইন থেকে Smart card Download করতে প্রথমে এ গিয়ে লগইন করতে হবে। একাউন্ট না থাඣকলে রেজিস্ট্রেশন করে নিন।
আরোও পড়ুন..
- অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অ𒀰নলাইন টাকা আয় কিভাবে করা যায় ( 100% Real উপায় )
- ব্লগꦓ মানে কিꦕ ? ব্লগ থেকে কিভাবে অনলাইন টাকা আয় করবেন।
- অনলাইন জব ২০২৪: ঘরে বসে ১৩টি সেরা জব করুন
লগইন করলে Download নামে একটি অপশন পাবে। তুমি এখনো কোন কার্ড হাতে না পেলে ফ্রিতে ডাউনলোড করতে পারবে। Down🍬load করতে সমস্যা হলে অনলাইন থেকে Smart card Download করার স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালটি দেখে নিন।
Smart card কিভাবে পাবো
Smart card স্ট্যাটাস চেক করার পর যদি তুমি কমপ্লিট দেখতে পান, তবে তোমার এলাকায় পরবর্তী Smart card বিতরণ ক্যাম্♛পেইনেই পেয়ে যাবে।
ক্যাম্পেইনের সময় যদি সংগ্রহ করতে না পার, তবে পরবর্তীতে তোমার উ♉পজেলার নির্বাচন অফিস থেকে পূর্ববর্তী ভোটার আইড🃏ি কার্ড অথবা ভোটার ফর্ম সাথে নিয়ে গেলেই পেয়ে যাবে।
আমাদের কথা,
যারা Smart card পাননি বিশেষ করে তোমার Smart card চেক স্ট্যাটাস নেগেটিভ আসলেও চিন্তার কিছু নেই কেননা, বাংলাদেশের মোট🥃 ৯ কোটি ভোটারের মাঝে মাত্র ১.৫ কোটি লোক Smart card পেয়েছেন। অর্থাৎ, প্রায় সাড়ে সাত কোটি ভোটার এখনো Smart ID Card পাননি।
আশা করি, আর্টিকেলটি থেকে Smart card চেক করার উপায় এবং Smart ID Card কিভাব𝔉ে ডাউনলোড করবে, সে সম্পর্কে জানতওে পেরেছেন। Smart card স্ট্যাটাস চেক নিয়ে এখনো কোন প্রশ্ন থাকলে, আমাদের কমেন্ট করে জানান।