মোবাইলে ভিডিও এডিটিং করার সেরা ৭ টি এন্ড্রয়েড এপস – (২০২৪)

আপনি কি আপনার নিজের মোবাইল ফোন দিয়𓂃ে ভিডিও এডিট করতে চান, আপনি যদি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভিডিও এডিট করতে চান, তাহলে আপনি অতি সহজে ভিডিও এডিটিং করতে পারবেন। যা কিছু এন্ড্রয়েড এপস ব্যবহার করে।

এখন বর্তমান যুগ সোশ্൲যাল মিডিয়ার যুগ দেখা যায় বেশিরভাগ লোক𒁏েরা ইউটিউবের ভিডিও এডিট করার জন্য এইসব ভিডিও এডিটিং এপস গুলি ব্যবহার করে থাকেন।

এই অ্যাপস গুলি ব্যবহার করে আপনি এমন প্রফেশনাল (professional) ভাবে আপনার ভিডিও গুলি এডিট করতে পারবেন। যেমন ভিডিও এডিটিং কেবল ভালো ভালো কম্পিউটারের সফটওয়্যার করতে পারে। Edit videos in your mobile ph🐷one using android apps.

মোবাইলে ভিডিও এডিটিং

এখন বর্তমান সময়ে আপনি আপনার নিজের মোবাইলেই ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করতে পারবেন, তাহলে আপনার বানানো সেই ভিডিও গুলি এডিট করার জন্য আ𒅌পনার কোনো দামি দামি ভিডিও এডিটিং করার সফটওয়্যার কিনতꦗে হবেনা। ভিডিও এডিটিং করার সফটওয়্যার আপনি ফ্রিতে   এমন অনেক ভালো ভালো ভিডিও এপস পেয়ে যাবেন।

ღযেগুলি অ্যাপস ব্যবহার করে আপনি নিজের ইউটিউব ভিডিও গুলি এডিট করে প্রফেশনাল (prof💎essional) এবং আকর্ষিত বানিয়ে নিতে পারবেন।

আপনার ইউটিউব ভিডিওতে টেক্সট (text) লিখা, background music দেয়া, thumbnail যোগ করা, headline যোগ করা, বিভিন্ন video effect ব্যবহার করা, ইউটিউব ভিডিওর ꦜঅংশ কাটা এবং ভিডিও গুলির আলাদা আলাদা ভ🌄িডিও একসাথে যোগ করা ইত্যাদি।

এই সবগুলি🐼 আপনারা এই ভিডিও এডিটিং সফটওয়্যার গুলি ব্যবহার করে তা করতে পারবেন।

মোবাইলে এই ছোট্ট ছোট্ট video editing এপস গুলি আপনার অনেক বেশি কাজে আসবে, যদি আপনি একজন ইউটিউবার হন এবং একটি এন্ড্রয়েড মোবাইল থেকেই এগুলো সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং এর সব কাজ🐎 করতে পারবেন।

চলুন আর দেরি না করে আপনাদের সেই ভিডিও এডিটিং করার সফটওয়্যার গুলির সাথে পর𒐪িচয় করিয়ে দেই👍:

এন্ড্রয়েড মোবাইলে ভিডিও এডিটিং করার সেরা ৭ টি এপস

প্রিয় পাঠক, এই apps গুলি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। অবশই, apps গুলি আপনি একদম ফ্রীতেই ব্যবহার করতে পারবেন।ꦡ কিন্তু, এমন কিছু apps আছে যেগুলি আপনি পুরো ভাবে ব্যবহার করতে পারবেন না।

যদি আপনি সেইগুলি পুরো ব্যবহার করতে চান তাহলে তার জন্যꦅ আপনার কিছু পরিমানে টাকা দেওয়া লাগতে পারে। কিন্তু, সেটা অনেক কম পরিমা🔴নের টাকা আপনার খরচ করতে হবে।

যদি আপনি আপনার নিজের ইউটিউবের চ্যানেল নিয়ে সিরিয়াস (serious) থাকেন ওতাহলে এতটুকু তো আপনি করতেই পারবেন। Best android video edꦕiting apps.

১। FilmoraGo – Free Video Editor

FilmoraGo একটি সবচেয়ে ভালো এবং অনেক শক্তিশালী ভিডিও এডিটিং করা এবং ভিডিও বানানোর এপ্লিকেশন যা ব্যবহার করেন অনেকꦑ প্রফেশনাল ইউটিউবার রা। সকল ধরণের ভিডিও এডিটিং সাধারণ൲ থেকে advanced functions যেমন, ভিডিওর সাথে music ও effects ভালোভাবে যোগ করা,

টাই🍃টেল যোগ করা, ভিডিওর জন্য থিম বেঁচে নেয়া, ভিডিও কাটিং এবং trimming এর মতো আরো অনেক ধরণের ed❀iting options আপনারা পাবেন।

FilmoraGo এই সফটওয়্যারটি আপনারা ফ্রীতেই ব্যবহার করে করতে পারবেন। এবং, এর বেশির ভাগ ফিচারস আপনারা একদম ফ্রি ভার্শনে (free ver🍌sion) পেয়ে যাবেন।

একটা বিষয় ভালো হবে মনে রাখবেন, filmoraGo app এ ভিডিও তৈরি করে আপনি অনেক সহজে নিজের মোবাইলের গ্যালা♛রিতে ভিডিও টি সেভ ♎করতে পারবেন।

FilmoraGo র কিছু special features

  • আপনার ভিডিওনএডিট করা অবস্তাতে real-time ভিডিও টি প্লে করে আপনি দেখতে পারবেন।
  • অনেক বড় সংখ্যাতে templates এবং video effects পাবেন।
  • অনেক ধরণের প্রফেশনাল এডিটিং টুলস (professional editing tools) আপনারা পাবেন।
  • এই অ্যাপস টিতে বেশির ভাগ ফ্রীতেই পেয়ে যাবেন।

FilmoraGo app অনেক লোকেদের মধ্যে প্রচলিত এবং বেশির ভাগ ইউটিউবার এই application ব্যবহার করে থাকেন শুধুমাত্র মোবাইলে ভিডিও এডিট করার ꦐজন্য।

২। Adobe Premiere Clip

Adobe prime clip যা আপনার এন্ড্রয়েড মোবাইল 𒅌থেকে ভিডিও এডিট করার অনেক ভালো এবং quicꦑk service দেবে। এইটা অনেকটাই ফাস্ট এবং এই অ্যাপসটি ব্যবহার করে আপনার অনেক বেশি ভালো লাগবে।

Premiere clip editor সফটওয়্যার সম্পূর্ণ ফ্রি এবং এ🌊র দ্বারা আপনারা প্রফেশনাল কোয়ালিটি🎐 ভিডিও তৈরি করতে পারবেন।

এর Automatic video creation ফাঙ্কশনের দ্বারা🐈 আপনি যেকোনো ধরনের ফটো বা ভিডিও ক্লিপ সিলেক্ট করে automatically ভিডিও এডিট করতে পারবেন।

তাছাড়া, এই অ্যাপসটির ক♍িছু advanced এডিটিং টুলস ব্যবহার করে manually নিজের ভিডিও ভালোভাবে তৈরি করতে পারবেন। যেমন, Video cutting, trimming, transitions, adding music, filters, effects, photo motion আরো অনেক অনেক ধরণের অপশন আপনারা পাবেন।

এই অ্যান্ড্রয়েড অ্যাপ ফ্রি এবং আপনারা একে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। Download Adobe♏ premiere clip

৩। PowerDirector

ওপরে বলা অন্꧃য অ্যাপস গুলির মতোই PowerDirector আপনার ভিডিও এডিটিং করার জন্য ভিডিওকে আকর্ষিত এবং প্রফেশনাল ভাবে পাওয়ার ডাইরেক্টর অ্যাপস ভিডিও কে﷽ ভালোভাবে তৈরি করতে পারে।

কিন্তু, পাওয়ার ডাইরেক্টর অ্যাপস এ আপনারা অনেক ধরণের আলাদা আলাদা কিছু advanc😼ed editing options পাবেন, যেগুলি আপনারা আর অন্য কোথা𝔍ও পাবেননা।

এর ফলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড (video background) বদলানো, এবং আপনার ভিডিও কাটা এবং ভিডিও ভালো ভাবে জোড়া লাগানো, ভিডিও স্লো মোশনে এডিট এছাড়া আরো বিভিন্ন ধরণের প্রফেশনাল টুল, বিভিন্ন ভিডিও এফেক্𒉰টস, ফটো দ🌜িয়ে ভিডিও বানানো এবং আরো অনেক ধরণের function এই এপসটি থেকে পেয়ে যাবেন।

ভিডিও এডিট করার পর আপনারা সেই ফাইল 720p, Full HD 1080p এবং 4k format এ নিজের অ্যান্ড্রয়েড মোবাইলে সেভ করতে পারবেন। আপ😼নার মোবাইল♑ে ভিডিও এডিটিং এর সেরা এপস হিসেবে আপনি PowerDirector কে সেরা বলতে পারেন।

৪। VivaVideo – editor and photo movie

Vꦺiva video android মোবাইল ফোনে ভিডিও এডিটিং তৈরি করার সেরা অ্যাপ হিসেবে প্রমাণিত হয়েছে। কিছু, বিখ্যাত androi🍃d bloggers রা viva video অ্যাপ কে বেস্ট এবং সবচে ভালো ভিডিও এডিটিং অ্যাপ হিসেবে প্রচার করেছেন।

এই অ্যাপ ব্যবহার করে আপনি আপনার নিজের মোবাইল থেকেꦇই প্রফেশনাল ভাবে ভিডিও এবং ভিডিও এডিটিং তৈরি করতে পারবেন। কিছু দরকারি এডিটিং ফাঙ্কশন যেমন, ভিডিও কাটা💮কাটি এবং ভিডিও জোড়া দেয়া, trimming, merging, subtitle দেয়া, video effects এবং আরো অনেক কিছু পাবেন এখান থেকে।

viva video app 200 million থেকে অনেক বেশি লোকেরা এই app 💞নিজের মোবাইল ফোনে 🃏ব্যবহার করছেন এবং একটি সবচেয়ে বেস্ট android ভিডিও এডিটিং এপস হিসেবে প্রমাণিত হয়েছে।

৫। Quik video editor

Quik android app এটি একটি আলাদꩵা ও অন্য রকমের মাধ্যম নিজের বানানো ভিডিও মোবাইলেই ভালোভাবে এডিট করা যায়। এইটা অ্যাপসটি অꦦনেক ফাস্ট এবং পুরোটাই ফ্রি।

আপনার নিজের মোবাইল ဣগ্যালারি থেকে যেকোনো ধরনের ফটো বা ভিডিও ক্লিপ সিলেক্ট করে নিয়ে তাকে ভালোভাবে এডিট করতে পারবেন। Quik দ্বারা আপনারা automatically যেকোনো ভ𓄧িডিও ক্লিপ এডিট করতে পারবেন এর automatic video creation function দ্বারা।

এই অ্যাপসটিতে কিছু সাধারণ এডিটিং টুল যেমন, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ভিডিও ক্রপ ক𝓡রা (crop), এফেক্টস (effects) লাগানো, টেক্সট ব্যবহার করা এবং আরো অনেক টুলস এই অ্যাপটিতে পাওবেন।

৬। Kinemaster – Pro

KineMaster এমন একটি অ্যাপ্লিকেশন আপনারা হয়তো অনেকেই ꦑশুনেছেন যেটা advanced এবং professional ভিডিও তৈরি করার জন্য সব দিক দিয়ে সক্ষম। এই KineMaster pro app টি ব্যবহার করে আপনার🌄া মোবাইলেই কম্পিউটারের মতো আপনি ভিডিও বানাতে বা ভিডিও এডিট করতে পারবেন।

KineMaster pro𒐪 এন্ড্রয়েড অ্যাপস অনেক অনেক শক্তিশালী। সব দিক থেকে ভালো এর user interface. আপনি অনেক সহজেই এর অ্যাডভান্সড ফাঙ্কশন গুলি ব্যবহার ভালোভাবে করতে পারবেন।

KineM🔯aster এর অন্য সব ধরণের features এর সাথে কিছু আলাদা আলাদা এডিটিং অপসন যেমন, ভিডিওর মাঝে মাঝে text লিখা, effects দেয়া, subtitle দেয়া ইত্যাদি এর দ্বারা সম্ভব।

অ্যাপস আপনারা একদম বিনামূল্যে ফ্রীতেই ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি watermark সরিয়ে ফুল প্রিমিয়াম ফিচারস এর জন্য আপন๊ার এই অ্যাপ প্লে স্টোর থেকে কিনতে হবে।

হ্যাঁ, আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে আপনি অনেক ওয়েবসাইট পাবেন, যেখান থেকে কাইনমাস্টার প্রো full version আপনারা ডা💎উনলোড করে ব্যবহার করতে পারেন।

৭। Magisto – editor & slideshow maker

একটি award winning ফ্রি ভিডিও এডিটর app এটি ব্যবহার করে কেবল ৩ টি⭕ স্টেপে আপনারা আকর্ষিত প্রফেশনাল ভিডিও বানিয়ে নিতে পারবেন আপনার নিজের ইউটিউ চ্যানেলের জন্য।

প্রায় 100 million লোকেরা এই অ্যাপ নিজের মোবাইলে ইনস্টল করে রেখেছেন। এই অ্যাপসটির AI ফাঙ্কশন ব্যবহার করে আপনারা automatically ক🎐িছু না করেই video বানিয়ে নিতে পারবেন।

কিন্তু, অ্যাপসের যাওয়ার আগে আপনার একটি ভিডিও বা ফটো আপনার  নিজের মোবাইল থেকে বেঁচে নিতে হবে। এরপর, একটি ভিডিও স্টাইল (video style) বেছেনিতে হবে। তারপর সꦅবটাই নিজে নিজে হয়ে যাবে।

আমাদের কথা,

বন্ধুরা, আপনি যদি আপনার ইউটিউবের জন্য মোবাইলেই ভিডিও এডিট করতে চান এবং যেভাবে অনেকেই কম্পিউটারের মতো প্রফেশনাল ভিডিও করে আপনি কি সেভাবে ভিডিও তৈরি করতে🧸 চান।

তাহল💎ে ওপরে দেওয়া ৭ টি অ্যান্ড্রয়েড ভিডিও এডিটিং এপস ব্যবহার করতে পারেন। আপনি উপরে দেওয়া এইসব এপস গুলি ফ্রীতেই ꦦব্যবহার করতে পারবেন এবং এগুলি অ্যাপস অনেক শক্তিশালী ভিডিও মেকার এপস।

আরোও পড়ুন..

Leave a Comment