Search Engine Optimization- কে সংক্ষেপে বলা হয় এসইও। যখন আপনি কোনো সার্চ ইন্জিনকে টার্গ🔯েট করে আপনার কোনো প্রোডাক্টকে অপটিমাইজ করবেন ৷ সেই অপটি🐻মাইজের কাজ গুলোকে এক কথায় বলা হয় এসইও।
SEO মানে Search Engine Optimization । SEO হলো Digital Marketing এর একটি অংশ। আ꧅জকে মূলত SEO এর বেসিক নিয়ে আলোচনা করবো। SEO কী এবং এটা কিভাবে কাজ করে?
টপিক সূচিঃ
SEO কী?
Search Engine🍌 Optimization- কে সংক্ষেপে বলা হয় এসইও। যখন আপনি কোনো সার্চ ইন্জিনকে টাℱর্গেট করে আপনার কোনো প্রোডাক্টকে অপটিমাইজ করবেন ৷
সেই অপটিমাইজের কাজ গুলোকে এক কথায় বলা হয় এসইও। এস ই ও অপ🥂টিমাইজ করতে পারলে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা যেকোনো ওয়েবসাইটের কন্টেন্ট/প্রোডাক্ট/লেখা/ভিডিও যেকোনো কিছু সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় নিয়ে আসতে পাꦅরবেন।
SEO পরিপূর্ণভাবে♛ করতে পারলে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা যেকোনো ওয়েবসাইট গুগলের প্রথম🌱 পাতাই আসবেই।
কেন SEO গুরুত্বপূর্ণ?
বর্তমান প্🌱রেক্ষাপটে গুগল,বিং এবং ইউটিউবে লক্ষ্যাধিক+ কন্টেন্ট রয়েছে। প্রতিদিন কোটি কোটি সার্চ করা হয়ে থাকে।
এতো কন্টেন্ট এর ভিড়ে আপনার কন্টেন্টটি চাপা পড়ে থাকে। এতো কন্টেন্ট এর মধ্য থেকে আপনার কন্টেন্টটিকে গুগল বা ইউটিউবের প্রথম🌼 পাতায় আনতে আপনার কন্টেন্টটিকে এস ই ও করতে হবে।
আপনি যদি আপনার কন্টেন্টকে গুগলে♔র প্রথম পেইজে দেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে পার📖ফেক্টলি এস ই ও করতে হবে।
গুগলেল প্রথশ পাতাই আপনার কন্টেন্টটি না এসেꦓ যদি গুগলের 5ম পাতায় ও আসে তাহলে আপন🐬ি আপনার চাহিদা মতো ভিজিটর/আপনার প্রডাক্ট সেল করতে পারবেন না।
কারণ আপনি, আমি যাই সার্চ করিনা কেন খুব কম সময়ই আমরা দ্বিতীয় পাতায়🐭 যাই। তাহলে বুঝতেই পারছেন আপনার কন্টেন্টটিকে যেভাবেই হক গুগলের প্রথম পাতায় আনতে হবে। আর গুগলের প্রথম পাতায় আনতে এস,ই,ও কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতেই পারছেন।
SEO কত প্রকার?
SEO এর পারফেক্ট প্রকারভেদ 🔴কোথাও পাবেন ন🔥া। তবে আমি আজ আপনাদের সাথে ৩টি এস,ই,ও প্রকারভেদ নিয়ে আলোচনা করবো।
১। অন-পেইজ এস,ই,ও
২। অফ-পেইজ এস,ই,ও
৩। টেকনিক্যাল এস,ই,ও।
অন পেইজ এস,ই,ও
যখন কোনো সার্চ ইঞ্জিনকে টার্গেড করে যেসব অপটিমাইজেশন এর কাজ করা হয়। সেই কাজ গুলোকে বলা হ𓆏য় এসইও।
একইভাবে যখন আ💯পনি এই অপটিমাইজেশন এর কাজ গুলো আপনার ওয়েবসাইট থেকে করবেন। তখন তাকে বলা হবে On Page SEO বা অন পেইজ এস,ই,ও হলো কোনো ওয়েবসাইটে কোনো ব্লগ/পোস্ট পাবলিস্ট করার আগে যে কাজগুলো করতে হয় তা হলো অন পেইজ এস,ই,ও।
এখন প্রশ্ন ♛করতে পারেন ব্লগ পাবলিস্ট করার আগꦬে কি কাজ করতে হয়?
যে কাজগুলো করতে হয় পোস্ট/ব্লগ পাবলিস্ট করার আগে তা হলো:- সঠিক কিওয়ার্ড নির্বাচন, মেটা ডিস্কিপশন, টেগ,ইমেইজ টেগ, টাইটেল নির্বাচন, হেডিং, সাবহেডিং, ইন্টারনাল লিংক তৈরি,ဣ পার্মালিংক তৈরি ইত্য🧔াদি ঠিকমতো সাজানো।
অফ পেইজ এস ই ও
অফ পেজ এসইও মানে হলো, নিজের ওয়েবসাইটকে এমন কিছু টেকনিক ব্যবহার করে “সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ🔜েশন” করা, যেখানে সোজা ভাবে ওয়েবসাইটের ভেতরে কাজ করতে হয় না।
মানে, এই মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য, আপনার সম্পূর্ণ ভাবে ওয়েবসাইটের বাইরে গিয়ে কিছু এসইও টেকনিক (se🎶o technique) ব্যবহার করতে হবে।
যেমন কন্টেন্ট আপলোড করার পরে বিভিন্ন সোসাল মিডিয়ায় শেয়ার করা বা ব্যাকলিংক তৈরি করা। যার ফলে গুগলের বাইরে থেকেও, বিভিন্ন সোস্যাল মিডিয়া থ🤪েকে ব্যাংক লꦕিংকের মাধ্যমে কন্টেন্টে এ ভিজিটর আসবে।
টেকনিক্যাল এস ই ও
আপনার সাইটের অন 𒁃পেইজ এবং অফ পেইজ যথাযথভাবে করলেও আপনার টার্গেটেড কন্টেন্ট যে সার্চ ইঞ্জিনে র্যাংক (সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় আসাকে বুঝাতে🏅 এই শব্দ ব্যবহার করা হয়) করবে তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবেনা।
কারণ এই দুটোর পার🅷ফর্মেন্সকে 🦂দূর্বল করে দিতে পারে সার্চ ইঞ্জিনের কিছু টেকনিক্যাল সমস্যা।
তাই টেকনিক্যাল এস ই ও ভালোভাবে জানতে হবে।
টেকনিক্যাল এস ই ও তে যা যা আছে,
- পেইজ স্পিড/ পেইজ লোডিং স্পিড
- মোবাইল ইউজেবিলিটি
- সাইটম্যাপ
- রোবট টেক্সট/টিএক্সটি ফাইল
- সাইট ডিজাইন এবং স্ট্রাকচার
- ৩০১ রিডিরেক্ট
- ৪০৪ এরর
- কন্টেন্ট ডুপ্লিকেশন
- কন্টেন্ট থিকনেস/ থিন কন্টেন্ট
- ক্যানোনিক্যাল ট্যাগ
- স্ট্রাকচার্ড ডাটা
- ইউআরএল স্ট্রাকচার
- এসএসএল সার্টিফিকেট
- ফিক্সড ব্রোকেন লিংক
- ক্রল(সার্চ ইঞ্জিন বট) এরর ফ্রি রাখা
এই তিনটি এস,ই,ও সম্পর্কে পুরোপুরি ধারনা পেলে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ও𒈔য়েবসাইট,🌳 ইউটিউব বা যেকোনো ওয়েবসাইটে আপনার লিখা কন্টেন্ট এ ভিজিটর নিয়ে আসতে পারবেন এবং গুগলে র্যাংকিং ও করাতে পারবেন।