ইজোয়িক (Ezoic) কি ? Ezoic থেকে আয় করা উপায়

আগে এই আর্টিকেলে আমরা বিস্তারিত ভাবে জানানোর চেষ্টা করব ইজোয়িক কি? এবং ইজোয়িক থেকে আয় করার উপায় সম্পর্কে। বর্তমান সময়ে আপনি যদি ইজোয়িক ব্যবহার করেন, তাহলে গুগল এডসেন্স এর থেকে ডাবল ইন꧙কাম করার সুযোগ পাবেন।

তাই আপনার কাছে যদি একটি ওয়েবসাইট থাকে, গু𓆏গল এডসেন্সের পাশাপাশি। ইজোয়িক প্ল্যাটফর্ম ব্যবহার করে, বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করা শুরু করতে পারবেনܫ।

এখন ইজোয়িক থেকে ইনকাম করার বিষয়টি জানার আগে আপনাকে, ইজোয়িক কি? এ বিষয়ে ধারণা🍷 অর্জন করতে হবে।

তাই চলুন জেনে আসা যাক, ইজোয়িক কি এবং কিভাবে আয় ✨করবেন।

ইজোয়িক (Ezoic) কি ? Ezoic থেকে আয় করা উপায়
ইজোয়িক (Ezoic) কি ? Ezoic থেকে আয় করা উপায়

ইজোয়িক (Ezoic) কি?

ইজোয়িক হ্যালো গুগলের একটি সার্টিফাইড পার্টনার। এটি একটি টিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্লাটফর্🔯ম। ইজোয়িক ছাড়া গুগলের আরও অসংখ্য সার্টিফিকেট পার্টনার আছে।

তার মধ্যে উল্লেখযোগ্য- Adfly, এছাড়া E📖zoic এ নিজস্ব বিজ্ঞাপনদাতা♌ আছে।

আরো পড়ুনঃ

আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে Ezoic রেজিস্ট্রেশন করে রাখেন। সে ক𒁏্ষেত্রে আপনারা ওয়েবসাইটে Ezoic এর বিজ্ঞাপন দেখাতে পারবেন🥃।

এক্ষেত্রে আপনার ওয়েবসাইটের যদি গুগল এডসেন্স অনুমোদন থাকে। তবে Ezoic আপনার ওয়েবসাইꦺটে গুগলের থেকে হাইসিপিসির বিজ্ঞাপন প্রদান করবে। go🎶ogle এডসেন্স এবং Ezoic দুটি উভয় কম্পিটিটর।

এজন্য মার্ক🎀েটে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য আইসিপিসির বিজ্ঞাপন 𝐆দেখে থাকে Ezoic. যার ফলে ওয়েবসাইটের মালিকরা ইনকাম করতে পারে, গুগল এডসেন্সের তুলনায় দুই গুণ বেশি।

Ezoic এপ্রুভ পাওয়ার শর্ত হচ্ছে আপꦉনার ওয়েবসাইটে 10 হাজার ভিজিটর থাকতে হবে। কিনꦿ্তু বর্তমানে এই শর্তটি পূরণ করার দরকার হয় না। আগের তুলনায় এখন ওয়েবসাইট পাওয়া সহজ হয়ে গেছে।

এ সময়ে দশ হাজার ভিজিটর না থাকলেও শুধুমাত্র গুগল এডসেন্স এপ্রুভ থাকলে, আপনারা সহজেই Ezoic অনুমোদন নিতে ꦓপারবেন।

ইজোয়িক (Ezoic) কিভাবে কাজ করে?

আমরা আলোচনা শুরুতেই বলেছি Ezoic হলো একটি আ💛র্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাটফর্ম। যখন কোন ওয়েবসাইটে ভিজিটর প্রবেশ করবে তখন Ezoi🍃c ভিজিটরকে ট্র্যাক করতে থাকবে।

ভিজিটর কোন কোন পেজ ভিজিট করছে, ওয়েবসাইটে কোন পোস্টে বেশি ক্লিক করছে, ভিজিটরকে কি পরিমাণের বিজ্⛄ঞাপন কোন কোন জায়গায় দেখানো হবে ইত্যাদিꦍ।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে Ezoic আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন শো করাবে। Ezo🌃ic নিজস্ব এডভেটাইজার জানিয়েছেন, আমি এই ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানোর বিনিময়ে এক ডলার প্রদান⭕ করব।

এখন গুগল যদি সে🐼ই ওয়েবসাইটে বিজ্ঞ🐻াপন দেখাতে চায়। তবে Ezoic এর থেকে বেশি টাকা দিয়ে বিজ্ঞাপন দেখাতে হবে।

Ezoic প্রথমে নিজ꧟স্ব বিজ্ঞান দেখাবে। কিন্তু যদি গুগল এডসেন্স ওয়েবসাইটে বেশি টাকার বিনিময়ে বিজ্ঞাপন দেখাতে চায়। সেক্ষেত্রে, Ezoic নিজস্ব বিজ্ঞাপন না দেখিয়ে গুগলের বিজ্ঞাপন দেখাবে।

আর সম্পূর্ণ ওয়𒐪েবসাইটটি Ezoic মনিটর করবে। এতে করে আপনার ওয়েবসাইটের বিজ্ঞাপন ক্লিকে সিপিসি বৃদ্ধি পাবে।

ইজোয়িক (Ezoic) আবেদনের শর্ত

  • Ezoic এপ্রোফাল পাওয়ার জন্য আপনার ওয়েবসাইটে কমপক্ষে চারটে ক্যাটাগরি থাকতে হবে।
  • ২৫ টি ইউনিক আর্টিকেল থাকতে হবে। আর্টিকেলগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ডিভাইড করতে হবে।
  • ইউনিক ফিচার ইমেজ ব্যবহার করতে হবে।
  • ওয়েবসাইটে About, Contact, Privacy Policy, DMCA পেজ তৈরি করতে হবে।

উপরের শর্তগুলোর সঠিকভা༒বে পূরণ করতে পারলে আপনারা Ezoic অ্যাপ্রভাল নিয়ে ইনকাম করা শুরু করতে পারবেন।

ইজোয়িক Ezoic বাংলা সাপোর্ট করে কি?

এ সময় বেশিরভাগ বিজ্ঞাপন network বাংলা ভাষা বোঝেনা। কয়েক বছর আগে google বাংলা ব্লগিং ওয়েবꦬসাইট গুলোকে এডসেন্স অনুমোদন দিত না।

Ezoic ওয়েবসাইটে এপ্রুভাল পেতে আপনাদের বেশ পরিশ্রম করতে হবে। শুধুমাত্র ইজো⛎য়িক না। প্রতিটি বিজ্ঞাপন নেটওয়ার্কে us, uk ওয়েবসাইট গুলোতে বেশি প্রাধꦺান্য দেয়।

তাই দেখা যায় us এবং u💃k থেকে ভিজিটর ওয়েবসাইটের বিজ্ঞাপনে ক্লি♈ক করলে বেশি ইনকাম হয়।

অন্যদিকে এশিয়ার দেশগুলোতে কোন ভিজিটর বিজ্ঞাপনে ক্লিক করলে, সে দেশের তুলনায় অনেক পরিমাণে ইনকাম কম হয়। তবে🐟 এই সময়ে আপনি যদি ইজোয়িক বাংলা ওয়েবসাইট দিয়ে ব্যবহার করতে চান? অবশ্যই বাংলা ওয়েবসাইটে ওপরে দেয়ার শর্তগুলো অনুসরণ করে, Ezoic  অ্যাপ্রভাল নিতে পারবেন।

Ezoic রিভিউ করতে কতদিন সময় নেয়?

আপনি যদি ওয়েবসাই꧒টের অ্যাপ্রুভাল পাওয়ার সকল শর্ত পূরণ করতে পারে🎉ন। তাহলে ওয়েবসাইটটি সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে রিভিউ করবে।

কিন্তু বাস্তব অভিজ্ঞতাই বলা যায় তারা বিবাহ করতে সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত সময় নেয়। দুই সপ্তাহের মধ্যে তার💜া আপনাকে মেইল পাঠাবে, আপনার ওয়েবসাইটটি এপ্রু൩ভ হবে নাকি রিজেক্ট হবে।

ཧআপনার ওয়েব💫সাইটে যদি কোন ভিজিটা না থাকে। সে ক্ষেত্রে তারা যাচাই করার জন্য আরো বেশ কয়েকদিন সময় নিতে পারে।

তাই ওয়েবস🍌াইট এপ্রুভ করানোর জন্য আপনারা সকল শর্ত পূরণ করে, ইউনিক আর্টিকেল লিখে তারপর আবেদন করবেন। তাহলে দ্রুত অ্যাপ্রভাল পেয়ে যাবেন।

শেষ কথাঃ

তো বন্ধুরা আপনারা যারা জানতে চেয়েছিলেন, Ezoic কি? এবং Ezoic থেকে আয় করার উপায় স⛄ম্পর্কে।🀅 তারা উপরে উল্লেখিত আলোচনা অনুসরণ করে, ওয়েবসাইটের সকল শর্ত পূরণ করতে পারলে, অবশ্যই অ্যাপ্রভাল নিয়ে গুগল এডসেন্সের মতো ইনকাম করা শুরু করতে পারবেন।

এখন Ezoic সম্পর্ক𓄧ে আপনার য🅠দি কোন প্রশ্ন থাকে আমাদের প্রমাণ করে জানিয়ে দিবেন।

ধন্যবাদ।

Leave a Comment