ই-পাসপোর্ট ফি কত ২০২৪ | E Passport Fee BD

এখন বর্তমানে বাংলাদেশ সহ সকল দেশের প্রায় সকল আঞ্চলিক পাসপোর্ট অফিসে E Passport আবেদন নেওয়া শুরু করেছে। E Passport আবেদন করার সময় ই পাসপোর্ট ফি কত ২০২৪ তা নির্ভর করছে তোমাদের🎃 পাসপোর্টের মেয়াদ ৫ বছর নাকি ১০ বছর মেয়াদি E Passport।

তাছাড়া ই-পাসপোর্ট, ৪৮ পৃষ্ঠা ও ৬৪ পৃষ্ঠার ই পাসপোর্ট ফি কম বেশি൩ হবে।

এছাড়া, E Passport Fee কত হবে তা নির্ভর করছে তুমি দেশের ভিতর থেকে ই-পাসপোর্ট আবেদন করেছ, হতে পারে বাংলাদেশ নাকি বাংলাদ🥂েশের বাইরে কোন মিশন বা দ✱ূতাবাসে গিয়ে আবেদন করেছ।

সেই সাথে তোমার আবেদন টাইপ কত ধরা হবে (রেগুলার, এক্সপ্রেস, বা সুপার এক্সপ্রেস) এর উপরও নির্ভর করবে ই পাসপোর্ট ফি ২০২৪ এ কত টাকা লাগবে।

এখন বর্তমান বিশ্বে ১১৯তম দেশ হিসেবে বাংলাদেশ E Pas💮spo😼rt চালু করে। তাই, ৫ বছর,  ১০ বছর মেয়াদি E Passport করতে কত টাকা লাগে সে সম্পর্কে অনেকেই জানেনা।

E Passport না জানার কারণে অনেক সময় দালালের ফাঁদে পা দিয়ে অতিরিক্ত টাকা পয়সা খরচ ꦰকরে ফেলেন অনেকেই।

ই পাসপোর্ট ফি কত
ই পাসপোর্ট ফি কত

তাই, আজকে আমরা জানব সাধারণ, জরুরীসহ সকল প্রকার ই পাসপোর্ট ফি কত ২০২৪,ꦐ এবং সেইসাথে E Pas𝔍sport fee জমা দেওয়ার উপায় ও কোন কোন ব্যাংকে E Passport fee জমা দেওয়া যায়, সেসব বিষয়ে জেনে নিব।

ই পাসপোর্ট ফি কত ২০২৪ | e Passport Fee in Bangladesh

অনলাইনে E Passport জন্য আবেদন সাবমিট করার পর E Passport fee জমা দিতে হয়। তারপর তোমাকে যে কাজ করতে হবে, আবেদন ফরম ও পেমেন্ট রশিদ নি♕য়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসে তোমাকে যেতে হবে।

E Passport fee কত হবে তা নির্ভর করছে তুমি কত❀ দিনের মধ্যে E Passport হাতে পেতে চাও🐬 এবং কত পাতার পাসপোর্ট নিবে তা নির্ভর করবে তোমার উপর।

১। নিয়মিত ডেলিভারি: বায়োমেট্রিক তালিকাভুক্তির তারিখ থ💛েকে 15 কার্যদিবস / 21 দিনের মধ্যে।

২। এক্সপ্রেস ডেলিভারি: জরুরী ভিত্তিতে Passport ডেলিভারি। বায়োমেট্রিক তাল🍃িকাভুক্তির তারিখ থেকে 7 কার্যদিবস / 10 দিনের মধ্যে।

৩। সুপার এক্সপ্রেস ডেলিভারি: অতি জরুরী Passport আবেদনের ক্ষেত্রে বায়োমেট্রিক তালি♏কাভুক্✃তির তারিখ থেকে 2 কার্যদিবসের মধ্যে।

সরকারি কর্মচারী যাদের NOC অথবা অবসরপ্রাপ্ত ডকুমেন্ট (PRL) আছে তারা ꦉনিয়মিত ডেলিভারি ফিতে এক্সপ্রেস সুবিধা পাবে।

বাংলাদেশের অভ্যন্তরে ই পাসপোর্ট ফি

পৃষ্ঠা, মেয়াদ এবং ডেলিভারি ধরনের উপর নির্ভর করে E Pass♐port Fee কত দেখে🌺 নিন।

আরো পড়ুন..

একনজরে ৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি

ডেলিভারি                 ৪৮ পাতা ই পাসপোর্ট ফি             ৬৪ পাতা ই পাসপোর্ট ফি

রেগুলার                     4,025 টাকা                                          💫6,3♑25 টাকা

এক্সপ্রেস/জরুরী        6,325 🎐টাকা                                          8,625 টাকা

♑সুপার এক্সপ্রেস          8,625 টাকা                                          12,075 টাকা

একনজরে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি

ডেলিভারি                          ৪৮ পাতা ই পাসপোর্ট ফি                    ৬৪ পাতা ই পাসপোর্ট ফি

রেগুলার                              5,750 🐈টাকা                               ♏                  8,050 টাকা

এক্সপ্রেস/জরুরী                 8,050 টাকা                                         🥀      10,350 টাকা

সুপার এক্সপ্রেস                   10,350 টাকা    🦋                                          13,800 টাকা

বাংলাদেশ দূতাবাসে সাধারণ আবেদনকারীদের জন্য E Passport Fee

১।48 পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি 

নিয়মিত ডেলিভারি: 100 ডলার
এক্সপ্রেস ডেলিভারি: 150 ডলার

২। 48 পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি 

নিয়মিত ডেলিভারি: 125 ডলার
এক্সপ্রেস ডেলিভারি: 175 ডলার

৩। 64 পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি 

নিয়মিত ডেলিভারি: 150 ডলার
এক্সপ্রেস ডেলিভারি: 200 ডলার

৪। 64 পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি 

নিয়মিত ডেলিভারি: 175 ডলার
এক্সপ্রেস ডেলিভারি: 225 ডলার

বাংলাদেশ দূতাবাসে শ্রমিক ও ছাত্রদের জন্য E Passport Fee

E Passport Fee র সা⭕থে ১৫% ভ্যাট দিﷺতে হবে। এখানে সকল হিসাবে ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং, E Passport করার সর্বমোট খরচ উপরে উল্লেখিত পরিমাণের এতটাও বেশি নয়।

E Passport Fee জমা দেওয়ার নিয়ম

E Passport Fee দুই উপায়ে প্রদান করতে পারবে, অফলাইন তথা ব্🅠যাংক এ গিয়ে, এবং অনলাইন তথা তোমার নিউজ ঘরে বসে।

অনলাইন E Passport Fee এর জমা দেওয়ার উপায়:

(a) Debit Card/Credit Card (Master Card, Visa Car🙈d, American Expre🉐ss, DBBL Nexus)

(b) Mobile Bankingꦰ (Cash, Bikash, Rocket, OK Wallets, Upay)

(c) Internet Banking (Bank Asia)

(d) Wallet (Dmoney, UPay)

অফলাইন বা ব্যাংকে E Passport Fee জমা দেওয়ার উপায়:

ব্যাংক চালানের মাধ্যমে যেকোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে পরিশোধ করা যেতে পারে। বর্তমানে ৬ টি ব্যাংকে পাসপোর্ট ফি জমা দেওয়া যাচ্ছে। ব্যাংকগুলো হলো;

  • Sonali Bank
  • Dhaka Bank
  • Bank Asia
  • Premier Bank
  • One Bank and
  • Trust Bank

ই পাসপোর্ট ফি কত ২০২৪ নিয়ে আমাদের শেষ কথা

আশা করি তোমরা এই আর্টিকেল এর মাধ্যমে ই পাসপোর্ট ফি কত ২০২৪ এবং পাসপোর্ট🙈 আবেদনের ফি জমা দেওয়ার সকল উপায় সম্পর্কে তোমার সকল প্রশ্নের উত্তর ভালোভাবে জানতে পেরেছো। তোমার মনে এখনো Passport সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পা🏅র।

1 thought on “ই-পাসপোর্ট ফি কত ২০২৪ | E Passport Fee BD”

Leave a Comment